আজাদের আত্মকথন

আমি আজাদ। কাওমি মাদরাসা থেকে তাকমীল ফিল হাদীস (দাওরায়ে হাদীস) সমাপ্ত করে আদব (আরবি সাহিত্য) নিয়ে পড়াশোনা করেছি। তবে ২০১১ সালে কর্মজীবন শুরু করি ইংরেজি শিক্ষকতা দিয়ে। পাশাপাশি একই সময়ে দু’টি প্রতিষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য পড়িয়েছি।

২০১৬ সালে শিক্ষকতা ছেড়ে আইটি সেক্টরে কাজ শুরু করি এবং বছর খানেক পর টেকিওয়াস্‌প নামের একটি অ্যাজেন্সি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠানটি দেশ ও বিদেশের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং ও এসইওসহ বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে।

সার্ভিসের বাইরে আরো তিনজনের সাথে যৌথভাবে ইউএসএ ও ইউকেতে ছোট একটি বিজনেস সামলাচ্ছি। তাছাড়া দেশে অনলাইন নির্ভর ‍কিছু নন-প্রফিট উদ্যোগ নিয়ে কাজ করছি। লেখাটি ছোট রাখার স্বার্থে ওসব নিয়ে আপাতত এখানে বিস্তারিত না বলাই হয়তো কল্যাণকর।

এসবের পাশাপাশি শিক্ষকতার নেশা থেকে গত ছয় বছরে ছয়টি ব্যাচকে লার্ন উইথ আজদ-এর ব্যানারে লাইভ কোর্সে ইংরেজি পাঠদান করেছি। সে আয়োজনেরই একটি ভিন্ন রূপ এ আয়োজনটি।

লাইভ কোর্সের কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন, নির্ধারিত সময়ে ক্লাস নেয়ায় অনিবার্য সমস্যার কারণে অনেক সময় অনেকে ক্লাস মিস করে ফেলেন, ক্লাস পরবর্তী সময়ে বিশেষ কিছু ভুলে গেলে তা প্রশিক্ষক কিংবা সহপাঠীদের থেকে পুনরায় বুঝে নেয়া কিছুটা হলেও শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ হয়ে যায়, লাগাতার ক্লাস হাওয়ায় ব্যক্তিগত কাজ শেষ করে সীমাবদ্ধ সময়ে হোমওয়ার্ক জমাদানে অনেকেই ব্যর্থ হন— এমন আরো অনেক কিছু।

এসব বিবেচনায় এবং কিছু ভাইয়ের আবেদনে বহুবছর যাবত রেকর্ডেড কোর্স রিলিজ করব করব ভেবে আর করা হচ্ছিল না। সবকিছু সামলে রেকর্ডের জন্য সময় বের করা বেশ কঠিন। অবশেষে প্রায় এক বছর বিচ্ছিন্নভাবে সময় দিয়ে যতটুকু রেকর্ড করতে পেরেছি তা তিনটি আলাদা কোর্স হিসেবে রিলিজ করছি ১২-১২-২০২৩ তারিখে, ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে এবং সক্ষমতা দান করলে আগামী বছরের শেষ নাগাদ অন্তত ১৫০০-১৭০০ ঘন্টার কন্টেন্ট তৈরি করার পরিকল্পনা আছে। আল্লাহ কল্যানের ফায়সালাহ করুন।

একটি আবেদন। কোন কোর্সে এনরোল করার পূর্বে অবশ্যই কোর্স নির্দেশিকাটি পড়বেন। বেশ সময় নিয়ে এই নির্দেশিকা বা গাইডলাইনটি তৈরি করেছি যাতে আপনি খুব সহজেই কোন কোন কোর্স আপনার জন্য উপকারী হবে ও কোনটি কোনটি হবে না এবং কোন কোন কোর্স আপনার করা উচিত এবং কোনটি কোনটি নয়— তা খুব সহজেই বুঝতে পারেন। কামনা করি আল্লাহ আপনাকে সর্বদা কল্যাণের উপর রাখুন।

যোগাযোগ করতে
ও সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে

Scroll to Top