ছয় মাসব্যাপী বাৎসরিক লাইভ ইংরেজি কোর্স

আপনারা জানেন গত ছয় বছর যাবত লার্ন উইথ আজাদ প্রতিবছর পুরো ইংরেজি ভাষা নিয়ে একটি ছয় মাসের অনলাইন লাইভ কোর্সের আয়োজন করে আসছে। আমরা এই যাত্রার সমাপ্তি ঘোষণা করছি। আমরা আর কখনোই ছয় মাসব্যাপী লাইভ কোর্সের আয়োজন করবো না। আজ, ১২ ডিসম্বের ২০২৩ তারিখে, প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদা রেকর্ডিড কোর্স এই ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের রেকর্ডিড কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ কে আজাদ

পূর্ববর্তী আয়োজনগুলো থেকে লব্ধ অভিজ্ঞতার আলোকে এবারের কোর্সের প্লান করা হয়েছে। এবার পাঠদান প্রক্রিয়ার কিছু মৌলিক বিষয় আমূল পরিবর্তন করার কথা ভেবেছি। নিচে বিস্তাতির জানাবো।

আমরা ইংরেজি ভাষা ও এর চারটি দক্ষতা— পড়া, বলা, শোনা ও লেখা —অর্জনে গুরুত্বারোপ করবো। এটি একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, এই কোর্সের মধ্যে কনটেন্ট রাইটিং অন্তর্ভুক্ত করবো না। রাইটিং ইন জেনারেল কাভার করলেও কন্টেন্ট রাইটিং নিয়ে এই কোর্সে আলোচনা হবে না। আবেদনের সময় এই বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন।

তবে এখান থেকে যারা ৯০% এর উপর স্কোর করবেন, তারা নিজে নিজে কনেন্ট রাইটিং, কপিরাইটিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও কন্টেন্ট মার্কেটিংয়ের উপর পড়াশোনা করতে পারেন।  এটা বলা বাহুল্য যে, কেউ যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে এতটুকু ভালো করেন, এমনিতেই তার জন্য উল্লেখিত কাজগুলো করা পানিভাত হয়ে যাবে এবং এসব শিখতে তাকে আলাদাভাবে কোর্স করার প্রয়োজন হবে না।

সংক্ষেপে মৌলিক বিষয়গুলো জানতে নিচের অংশ পড়ুন

✔ এটি শুধু একটি ইংরেজি ভাষা শেখার কোর্স। কন্টেন্ট রাইটিং বা ফ্রিল্যান্সিং ইত্যাদির কোনো কোর্স নয়।
✔ প্রথম ধাপে আমরা গ্রামার ও ভোকাবুলারি শিখবো। এই ধাপে আমরা ইংরেজি গ্রামারের প্রায় সব নিয়মকানুন ও অন্তত ১২ হাজার ভোকাবুলারি ব্যবহারিক পদ্ধতিতে শিখবো।
✔ দ্বিতীয় ধাপে আমরা রিডিং দক্ষতা নিয়ে কাজ করবো। এক্ষত্রে আমরা ফিকশন। পাশাপাশি কিছু নন-ফিকশন, পত্রিকা ও ম্যাগাজিনও ব্যবহার করা হতে পারে।
✔ তৃতীয় ধাপে আমরা লিসনিং ও স্পিকিং নিয়ে কাজ করবো। এক্ষেত্রে আমরা মুভি বা সিরিয়াল অথবা উভয়টি ব্যবহার করবো।
✔ চতুর্থ ধাপে আমরা রাইটিং নিয়ে কাজ করবো। ওয়েব কন্টেন্ট নয়, সাধারণ রাইটিং।
✔ উপরের চারটি ধাপ একটি আরেকটি চলাকালীন সময়ে বা মধ্যবর্তী পর্যায়েও শুরু হতে বা চলতে পারে। এটা অনেকটাই নির্ভর করবে শিক্ষার্থীদের সামগ্রিক অবস্থা বিবেচনার উপর।
✔ কোর্সটির সময়কাল হবে ৬ মাস। সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। সর্বমোট ১৪৪টি ক্লাস হবে।
✔ ৬ মাসে আমরা ১২ মাসের ক্লাস নেবো। এজন্য কখনো লাইভ, কখনো রেকর্ডিড ক্লাস দেয়া হবে। সময় কাজে লাগাতে ভোকাবুলারি ও গ্রামারের ক্লাস রেকর্ডিড বেশি দেয়া হবে, বাকিগুলো বেশি লাইভ হবে। লাইভ ক্লাস ১.৫ থেকে ৩ ঘন্টার এবং রেকর্ডিড ক্লাস ১.৫ থেকে ৪ ঘন্টার হতে পারে।
✔ শনি, সোম ও বুধবার অথবা রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত ০৮:০০ বা ০৮:৩০ থেকে ক্লাস শুরু হতে পারে। বিশেষ বিবেচনায় দিন ও সময় পরিবর্তন যোগ্য।
✔ ক্লাস পরবর্তী বাসায় অনুশীলনের জন্য কমবেশি এই পরিমাণ সময়ের প্রয়োজন হবে। কখনো কখনো দিগুন বা তার বেশি সময় দিতে হতে পারে।
✔ অংগ্রহণকারীর বর্তমান ভাষাগত অবস্থা কমপক্ষে A1+ হতে হবে। এতটুকু দক্ষতা না থাকলে অনেক কষ্টকর হয়ে যাবে।
✔ অনুশীলনের জন্য প্রতি দু’জন দু’জন করে “যুগল” গঠন করে দেয়া হবে। একাধিক ”যুগল” মিলে একটি ”গ্রুপ” হবে।
✔ কোর্স ম্যাটারিয়াল হিসেবে আমরা বই, পত্রিকা, অডিও, ভিডিও, মুভি ও বিভিন্ন ওয়েবসাইটসহ অনেক কিছুই ব্যবহার করবো। তবে পাশাপাশি বাজার থেকে কিছু বই ও পত্রিকা কিনতে বলা হবে। বাধ্যতামূলক সেগুলো কিনতে হবে। আর এগুলোসহ আরো কিছু পিডিএফ ও সফটওয়্যার আমি সরবরাহ করবো। (এতে আমার কোনো লাভ-লস নেই।)
✔ মাদরাসা পড়ুয়া, আলিম বা হাফিয হলে অগ্রাধিকার দেয়া হবে। তাছাড়া তাদের সুবিধার্থে ইংরেজি গ্রামারের অনেক জিনিস আরবি গ্রামারের সাথে মিলিয়ে আলোচনা করা হয় যাতে সহজে বুঝতে পারেন।
✔ কোর্স চলাকালীন সময়ে একাধারে তিন দিন কিংবা বিচ্ছিন্নভাবে সাত দিন অনুপস্থিত থাকলে রেজিস্ট্রেশন বাতিল বলে বিবেচিত হবে। হোমওয়ার্ক জমা দেয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এমনটা হলে শিক্ষক যে কোনো মুহূর্তে বিনা নোটিশে আপনাকে কোর্স থেকে বহিষ্কার করতে পারবেন।
✔ এই কোর্সটির ভালো-মন্দের দায়ভার সম্পূর্ণ আয়োজকের। দ্বিতীয় কেউ এর সাথে সরাসরি জড়িত নন।
✔ কোন অনাকাঙ্ক্ষিত কারণে প্রয়োজন বোধ করলে বা বাধ্য হলে আয়োজক কোর্সটি সাময়িক স্থগিত কিংবা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এক্ষেত্রে তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না।

খুব সংক্ষেপে কোর্সটি সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করলাম। বিস্তারিত বলতে গেলে অনেক বড় লেখা হয়ে যাবে। মনে হয় না তার প্রয়োজন আছে। আরেকটি জরুরি বিষয় বলে রাখা ভালো। শিক্ষার্থীদের সামগ্রিক অবস্থা বিবেচনায় ও কল্যাণের স্বার্থে আমরা কোর্স চলাকালীন সময়ে প্রায়ই আমাদের কার্যপ্রণালী পরিবর্তন করে থাকি। আর ঠিক এজন্যই উপরে যে ধারাবাহিকতায় বিষয়গুলো লেখা হয়েছে হয়তো অনেক ক্ষেত্রে আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবো না।


কোর্স আউটলাইন

শূন্য: অরিয়েন্টেশন। পুরো কোর্সের প্লানিং ও অন্যান্য জরুরি বিষয়।

এক: শিক্ষার্থীদের ৪৫ ঘন্টার Essential English Grammar এবং ১৩ ঘন্টার Essential English Vocabulary রেকর্ডিড কোর্স দুটিতে অ্যাকসেস দেয়া হবে যাতে


আয়োজক: এ কে আজাদ

আবেদনপত্র: যথা সময়ে এখানে লিঙ্ক যুক্ত করে দেয়া হবে।

আবেদনপত্র জমা দেবার মানেই ভর্তি নিশ্চিত হওয়া নয়। আপনি সঠিকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন কিনা তা যাচাই-বাছাই করে এবং পরবর্তীতে একটি ইন্টারভিউয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া হবে যে আদৌ আপনাকে এই কোর্সে সুযোগ দেয়া হবে কিনা। যারা আবেদন করবেন তাদের অর্ধেক কিংবা এক-তৃতীয়াংশকেও হয়ত ফাইনালি নেয়া সম্ভব হবে না। এজন্য এই ফাইলে আমরা ফি জমা দেবার মাধ্যম দু’টি উল্লেখ করি নি। প্রথম ক্লাসের পর কোর্স ফি নেয়া হবে, আগে নয়। কারণ সেদিনও অনেকে বাদ পড়তে পারেন। 

আরেকটি বিষয়, পর্যাপ্ত সময় দিতে ও প্রচণ্ড কষ্ট করতে না পারলে এই কোর্স মোটেও আপনার জন্য নয়। যদি আপনার যথেষ্ট ফ্রি সময় না থাকে এবং আপনি আরামপ্রিয় মানুষ হোন, দয়া করে আবেদনপত্র জমা দেয়া থেকে বিরত থাকুন। এসব ক্ষেত্রে আমরা খুবই কঠোরতা অবলম্বন করে থাকি।

কোর্স ফি ও জমাদান পদ্ধতি

কোর্সের সময়কাল নিয়ে উপরে বিস্তারিত আলোচনা হয়েছে।

কোর্সে অংশগ্রহণের জন্য প্রথম মাসে ৫ হাজার টাকা, এবং তারপর প্রতিমাসে ৩ হাজার টাকা করে ফি জমা দিতে হবে।

ফী জমা দিতে হবে প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে। অন্যথায় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। ফী জমা দিতে পারবেন ডিবিবিএল, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে। তবে মোবাইল ব্যাংকিংয়ে দিলে প্রথম মাসে অতিরিক্ত ১০০ ও পরের মাসগুলোতে ৫০ টাকা যুক্ত করবেন। তাছাড়া রেফারেন্সের জায়গায় আপনার নাম লিখলে আমাদের টিমের জন্য ট্রানজেকশনের ট্রাক রাখা সহজ হয়।

ডিবিবিএল:

(নিরাপত্তার খাতিরে পরে আপডেট করা হবে)

বিকাশ: *

(নিরাপত্তার খাতিরে পরে আপডেট করা হবে)

*রেফারেন্সের জায়গায় আপনার নাম লিখুন এবং বিকাশে দিলে প্রথম মাসে অতিরিক্ত ১০০ এবং পরবর্তি মাসগুলোতে অতিরিক্ত ৫০ যুক্ত করুন। আর ব্যাংকে পাঠালে অনেক সময় স্টেটমেন্টে আপনার নাম আমাকে নাও দেখাতে পারে। এজন্য ব্যাংকে পাঠালে দয়া করে পেইজে বা স্লাকে একটা মেসেজ দিয়ে বিষয়টি কনফার্ম করবেন।

আমরা কোর্সে যা যা ব্যবহার করবো

কোর্সে আমরা অন্তত ১০টি মূল বই, কমপক্ষে ২০টি সহায়ক বই, কিছু অতিরিক্ত বই, কয়েকটি মুভি বা এক-দুটি সিরিজ, বেশ কয়েকটি দৈনিক পত্রিকাসহ আরো অনেক ম্যাটারিয়াল ব্যবহার করবো। ব্যাচের সামগ্রিক অবস্থা বিবেচনা করে সর্বদা এতে পরিবর্তন আনা হয়।

এর বাইরে প্রয়োজনানুযায়ী কিছু সফটওয়্যার ও এ্যাপ্লিকেশন ব্যবহার করা শিখতে হতে পারে আমাদের। কনফিউজন থেকে বাঁচার জন্য আপাতত ওসব কিছু এই ফাইলে রাখছি না। পরবর্তীতে যথাসময়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া যাবে।

কিছু বইয়ের হার্ড কপি সংগ্রহ করতে না পারলেও চলবে যেহেতু পিডিএফ পাওয়া যায়। আমিই এগুলোর পিডিএফ দিয়ে দেবো। তবে ‍ওগুলোর হার্ড কপি ম্যানেজ করতে পারলে অথবা প্রিন্ট করে নিতে পারলে অনেক বেশি উপকৃত হতে পারবেন।

বইগুলোর নাম ও মূল্য তালিকা

এক. গ্রামার বই:

  1. Essential Grammar in Use (4th Edition) by Raymond Murphy (সম্ভাব্য মূল্য: ১২০ টাকা)
  2. English Grammar in Use (5th Edition) by Raymond Murphy (সম্ভাব্য মূল্য: ১২০ টাকা)

দুই. ভোকাবুলারি বই:

  1. English Vocabulary in Use: Elementary – 4th Edition – by Michael McCarthy, Felicity O’Dell (সম্ভাব্য মূল্য: ১২০ টাকা)
  2. English Vocabulary in Use: Pre-intermediate and Intermediate – 4th Edition – by Stuart Redman (সম্ভাব্য মূল্য: ১৩০ টাকা)
  3. English Vocabulary in Use: Upper-Intermediate – 4th Edition –  by Michael McCarthy, Felicity O’Dell (সম্ভাব্য মূল্য: ১৫০ টাকা)
  4. English Vocabulary in Use: Advanced – 4th Edition – by Michael McCarthy & Felicity O’Dell-clean (সম্ভাব্য মূল্য: ১৫০ টাকা)

তিন. রিডিং বই:

  1. Reading for Pleasure (০১-২০ খন্ড। পিডিএফ হলেই হবে)
  2. Saifur’s: IELTS Reading (সম্ভাব্য মূল্য: ১৮০ টাকা)
  3. Cambridge IELTS 15-18 (এটা পরে নিলেও হবে।)

চার. ফিকশন বই:

  1. The Alchemist by Paulo Coelho (সম্ভাব্য মূল্য: ৮০-১০০ টাকা)
  2. The Fifth Mountain by Paulo Coelho (সম্ভাব্য মূল্য: ১২০-১৫০ টাকা)
  3. The Adventures of Tom Sawyer by Mark Twain (সম্ভাব্য মূল্য: ১২০-১৫০ টাকা)
  4. Adventures of Huckleberry Finn by Mark Twain (সম্ভাব্য মূল্য: ১২০-১৫০ টাকা)
  5. Matilda by Roald Dahl (সম্ভাব্য মূল্য: ১৫০ টাকা)
  6. The Fault in Our Stars by John Green (সম্ভাব্য মূল্য: ১৫০ টাকা)
  7. The Old Man and the Sea by Ernest Hemingway (সম্ভাব্য মূল্য: ৮০-১২০ টাকা)

পাঁচ. অতিরিক্ত জরুরি দুটি বই:

  1. Practical English Usage by Michael Swan (সম্ভাব্য মূল্য: ১০০ টাকা)
  2. Common Mistakes in English by T. J. Fitikides (সম্ভাব্য মূল্য: ৪০ টাকা)

ছয়. বাইলিঙ্গুয়াল অভিধান:

  1. Bangla Academy English-Bengali Dictionary (সম্ভাব্য মূল্য: ২৭০-৩০০ টাকা, রকমারি লিঙ্ক)

সাত. মনোলিঙ্গুয়াল অভিধান:

  1. Oxford Advanced Learner’s Dictionary by Jennifer Bradbery, Joanna Turnbull, and Margaret Deuter (৯ম/১০ম এডিশন ইন্ডিয়ান ছাাপার সম্ভাব্য মূল্য: ১০০০-১৩০০ টাকা, রকমারি লিঙ্ক)

আপাতত কেবল ১-৬ অথবা তাও সম্ভব না হলে ১ ও ৩ নম্বর বই দিয়েই শুরু করতে পারবেন। বাকিগুলো কয়েক দিন পর নিলেও সমস্যা নেই। তাছাড়া সব বই ক্লাসে ব্যবহারের জন্যও নয়, এর অনেকগুলো পেয়ারে, গ্রুয়ে বা সেলফস্টাডিতে ব্যবহারের জন্য।

আশা করছি সব ঠিক থাকলে জানুয়ারিতে কোর্সটি শুরু হতে পারে। আর অরিয়েন্টেশন ক্লাসে পাঠদান ও অধ্যায়নের নিয়ম-কানুন ইত্যাদি বিষয়ক আলোচনা হবে। 

কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারেন এখানে থেকে

যোগাযোগ করতে
ও সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে