নিয়ম-কানুন ও শর্তসমূহ
শুধু পৃথিবীর ব্যক্তি ও বস্তু নয়, মহাবিশ্বের প্রতিটি জিনিস নিয়ম মেনে চলে।
একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে আমরাও কিছু নিয়ম মেনে চলব। ইনশাআল্লাহ এসব সকলের জন্যই কল্যাণকর হবে।
নিচে খুব সংক্ষেপে কিছু মৌলিক নিয়ম-কানুন ও শর্তসমূহ উল্লেখ করছি। এগুলো নির্ধারণ করা হয়েছে কেবল জালিয়াতি সনাক্তকরণ এবং অপব্যবহার রোধ করণের জন্য। আশা করছি সৎ ও সাধারণ ব্যবহারকারী/শিক্ষার্থীদের এসবের কারনে কোনো সমস্যা পোহাতে হবে না।
১. যে কোনো কোর্সে এনরোল করার সাথে সাথে ধরে নেয়া হবে যে আপনি “নিয়ম-কানুন ও শর্তসমূহ” পেইজের সব নিয়ম-কানুন মেনে এনরোল করেছেন।
২. যিনি কোর্সে এনরোল করবেন কেবল তিনিই কোর্সটি করতে পারবেন। অন্য কাউকে টাকার বিনিময়ে বা বিনামূল্যে কোর্সের অ্যাকসেস দেয়া বা ডাউনলোড করে ভিডিও বিতরণ করা সম্পূর্ণরূপে বেআইনি ও গুনাহের (হারাম) কাজ হবে।
৩. একাধিক ডিভাইস থেকে সাসসেসফুল লগইন হলেও একজন কেবল একটি ডিভাইস থেকে ড্যাশবোর্ড অ্যাকসেস করতে ও কোর্স কন্টেন্ট দেখতে পারবেন । একাধিক লোকেশন বা একাধিক ডিভাইস থেকে লগইন করলে অটোমেটিক কোর্স কন্টেন্ট ব্লক হয়ে যাবে এবং এমনটা বারবার হতে থাকলে কোর্সের অ্যাকসেস সম্পূর্ণরূপে হারাতে পারেন।
৪. প্রতিটি কোর্স সম্পর্কে কোর্স পেইজে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে এবং মান যাচাই করণের জন্য একাধিক ভিডিও পাবলিক রাখা হয়েছে। তাছাড়া এনরোল করার পর সাথে সাথে সব কন্টেন্টের অ্যাকসেস পেয়ে যাবেন। সুতরাং এনরোল পরবর্তী সময়ে কোনো কারণ দেখিয়ে রিফান্ড নেয়ার কোনো অবকাশ নেই।
৫. “লাইফ টাইম” মানে কেয়ামত পর্যন্ত নয়, বরং প্রজেক্টের লাইফ টাইম বোঝাবে। যদি আমি খুব বেশি অসুস্থ হই বা মারা যাই এবং তারপর আমার কর্মী বা পরিবারের কেউ প্রজেক্টটি চালু না রাখেন, প্রজেক্টটির “লাইফ”-এর সমাপ্তি সেখানেই হবে। তাছাড়া আমি জীবিত থাকা অবস্থায় অনিবার্য ও অপ্রত্যাশিত কোনো অদ্ভুত পরিস্থিতি তৈরি হলে তিন বা ছয় মাস পূর্বে ঘোষণা দেয়া সাপেক্ষে প্রজেক্টটি ”কিল” করে দেয়ার অধিকার আমি সংরক্ষণ করি।
৬. কন্টেন্ট ড্রিপ চালু করা। মানে আপনাকে ধারাবাহিকভাবে প্রতিটি ভিডিও দেখতে হবে। দু’-একটা কোর্স ছাড়া বাকি সব কোর্সে এই ফিচার চালু থাকবে। এটা এজন্য করা যাতে আপনারা বাধ্য হলে সব টিউটোরিয়াল থেকে উপকৃত হোন এবং শেখাটা পূর্ণতা পায়। তবে একবার দেখার পর সেগুলো র্যান্ডমলি যখন ইচ্ছে দেখতে পারবেন, বারবার রিভিজন দিতে পারবেন।
৭. পেইজটি অসম্পূর্ণ এবং উল্লেখিত বিষয়গুলো পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তনযোগ্য।