ভাষার ভেলায় বিশ্ব জয় করতে…
এটা একটা গাইডলাইন কন্টেন্ট।
আচ্ছা, গাইডলাইন মানে কী?
ক্যামব্রিজ অভিধান বলছে, “এমন তথ্য যা কিভাবে একটি কাজ ঠিকঠাক করতে হবে তার দিকনির্দেশনা দেয়” ।
আশা করছি ধারণা করতে পেরেছেন যে আমার এই দিকনির্দেশনামূলক লেখাটি আপনাকে সঠিক কোর্স বাছাই করতে এবং সেটা থেকে সর্বোচ্চ উপকৃত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ। লেখাটি মনোযোগের সাথে না পড়লে আপনার সময় ও অর্থ ভুল জায়গায় খরচ হতে পারে এবং সেটা আমরা চাই না।
অতীতে ফিরে দেখা
লার্ন উইথ আজাদ প্রজেক্টটি শুরু করেছিলাম ৬ বছর আগে। এই ৬ বছরে ছয়টি ব্যাচকে অনলাইনে ইংরেজির একেবারে বেইসিকস থেকে অ্যাডভান্সড পর্যন্ত শেখাবার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি তা আমার শিক্ষার্থীরা ভালো বলতে পারবেন।
চলমান ষষ্ঠ ব্যাচটি প্রায় শেষের দিকে। এটা যখন শুরু করি তখন একটা চিন্তা মাথায় আসে: যদি আমি অসুস্থতার কারণে লাইভ ক্লাস না নিতে পারি কিংবা মৃত্যুবরণ করি, তাহলে কী হবে?!
অনেক চিন্তা-ভাবনার পর মনে হল: যদি কোর্স কন্টেন্ট রেকর্ড করে ফেলতে পারি, আমাকে আর অসুস্থতা কিংবা মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তাছাড়া ভবিষ্যতে সেগুলো থেকে অসংখ্য মানুষ উপকৃত হতে পারবে।
যাত্রার সূচনা ও ভবিষ্যতের পরিকল্পনা
রেকর্ড করা শুরু করলাম। এখন পর্যন্ত প্রায় ৫০০ ঘন্টা রেকর্ড করেছি। আরো অন্তত ১০০০ ঘন্টা রেকর্ড করতে হবে। আনুমানিক ১৫০০-১৬০০ ঘন্টার কন্টেন্ট হলে ইংরেজি ভাষার যথেষ্ট রিসোর্স তৈরি করা হয়ে যাবে। পুরো প্রজেক্ট কমপ্লিট করতে অন্তত আরো এক বছর লাগবে। আমার প্লান হচ্ছে, এতটুকু রিসোর্স তৈরি করা যা কেউ কাজে লাগালে তার আর এই ক্ষেত্রে জীবনে কখনো সমস্যা ফেইস করতে না হয়।
এত এত কন্টেন্ট একটি লাইভ কোর্সে কাভার করা গেলেও রেকর্ডিড কোর্সে এমনটা অসম্ভব। এজন্য কন্টেন্টগুলোকে বই ও স্কিল অনুযায়ী আলাদা আলাদা কোর্স হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিস্তারিত নিচের টেবিলে দেখুন।
সিরিজ | কোর্স (+ লিঙ্ক, স্টাটাস) | পিডিএফ |
---|---|---|
Series: 1 | 1. Essential English Grammar 2. Intermediate English Grammar 3. Advanced English Grammar | 1. PDF Link 2. PDF Link 3. PDF Link |
Series: 2 | 1. Essential English Vocabulary 2. Pre-Intermediate and Intermediate English Vocabulary 3. Upper-Intermediate English Vocabulary 4. Advanced English Vocabulary | 1. PDF Link 2. PDF Link 3. PDF Link 4. PDF Link |
Series: 3 | 1. Essential English Idioms 2. Intermediate English Idioms 3. Advanced English Idioms | 1. PDF Link 2. PDF Link 3. PDF Link |
Series: 4 | 1. Essential English Phrasal Verbs 2. Intermediate English Phrasal Verbs 3. Advanced English Phrasal Verbs | 1. PDF Link 2. PDF Link 3. PDF Link |
Series: 5 | 1. English Reading | Five Books, Five Articles, Five Newspapers, A Magazine |
Series: 6 | 1. English for Freelancers | Confidential! |
Series: 7 | 1. IELTS Preparation | Confidential! |
জানি না আদৌ সবগুলো কোর্স রিলিজ করতে পারব কিনা। অলসতা, ব্যস্ততা ও মৃত্যু সবকিছু অনিশ্চয়তায় ফেলে দেয়। এজন্য ইতিমধ্যে যেসব কোর্সের কন্টেন্ট রেকর্ড সমাপ্ত হয়েছে তার কয়েকটি লাইভ করে দেয়া কল্যাণকর মনে হচ্ছে। ধাপে ধাপে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
আসুন এখন প্রথম দুটি সিরিজ সম্পর্কে খানিকটা বিস্তারিত জানার চেষ্টা করি।
ভাষাকে ভালোবাসতে গ্রামার সিরিজ
প্রথম সিরিজটি হচ্ছে গ্রামার নিয়ে। সিরিজে তিনটি বই আছে। আমরা প্রতিটি বই নিয়ে আলাদা কোর্সে আলোচনা করব। নাম দেখেই বুঝতে পারছেন কোনটা কোন লেভেলের জন্য।
গ্রামারের এই রেফারেন্স সিরিজটা গ্রামারের অন্য দশটা বইয়ের মত নয়। এটা পুরোটাই ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে এবং এতটাই মজার যে আপনি গ্রামারের প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন।
কোর্সে এনরোল করার আগে উপরের টেবিল থেকে সিরিজটির পিডিএফ ভার্সন নামিয়ে দেখে নিতে পারেন। পাশাপাশি কোর্স পেইজের কোর্স কন্টেন্ট সেকশনও চেক করে দেখতে পারেন। আশা করি এরপর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে কোর্সটি আপনার করা প্রয়োজন কিনা।
এই মুহূর্তে গ্রামার সিরিজের একটি মাত্র কোর্স পাবলিশ করছি। কোর্সটি দেখতে কোর্স পেইজ ব্রাউজ করতে পারেন।
শব্দকে জব্দ করতে ভোকাবুলারি সিরিজ
দ্বিতীয় সিরিজটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে। যথারীতি এটাও কেমব্রিজের সিরিজ। এই সিরেজে ৪টি বই আছে এবং সবগুলো মিলে ১২ হাজারের অধিক শব্দ শেখায়।
দেশের স্কুল-কলেজ-ভার্সিটিতে যেভাবে শুধু একক শব্দ শেখায় যা খুব কম শিক্ষার্থী পরবর্তীতে বলা ও লেখায় সঠিকভাবে ব্যবহার করতে পারে এই সিরিজ সে ভুল পদ্ধতিতে শব্দ শেখায় না।
এখানে প্রতিটি শব্দকে উপযুক্ত জায়গায় ব্যবহার করে দেখিয়েছেন, প্রয়োজনীয় ক্ষেত্রে ভোকাবুলারি সম্পর্কিত গ্রামার আলোচনা করেছেন, জরুরী জিনিসগুলো সিরিজে একাধিকবার এনেছেন— যাতে আপনার ভোকাবুলারি রেইঞ্জ এন্ড অ্যাকুরেসি A1 থেকে C2 পর্যন্ত গিয়ে পৌঁছায়।
আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয় যথেষ্ট গুরুত্বের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার। ভিডিওগুলো দেখার পর যদি আপনি প্রতিটি এক্সারসাইজ/হোমওয়ার্ক করেন আশা করা যায় ইংরেজি ভোকাবুলারি নিয়ে জীবনে আর কখনো আপনাকে ভোগান্তি পোহাতে হবে না।
এই মুহূর্তে ভোকাবুলারি সিরিজের তিনটি কোর্স পাবলিশ করছি। কোর্সগুলো দেখতে কোর্স পেইজ ব্রাউজ করতে পারেন। চতুর্থ কোর্সটি আগামী মাসের শুরুতে পাবলিশ করতে পারি।
তিক্ত সত্য: স্বাদে করলা, গুণে অনন্যা
আপনি যদি ভেবে থাকেন কোর্সগুলো কিনে জাস্ট মুভি দেখার মত ভিডিওগুলো দেখলেই সবকিছু শেখা হয়ে যাবে তাহলে এই কোর্সগুলো মোটেও আপনার জন্য নয়।
এই কোর্সগুলো তাদের জন্য যারা কোর্স পেইজে কোর্স কনটেন্টের যে ব্যাপ্তি উল্লেখ করা হয়েছে তার অন্তত পাঁচ গুণ বেশি সময় দিতে পারবেন। শতভাগ উপকৃত হতে আপনাকে অবশ্যই ভিডিওতে বলে দেয়া পদ্ধতিতে নোটবুক তৈরি করতে হবে, নিয়মিত হোমওয়ার্ক করতে হবে, নিয়মমাফিক রিভিশন দিতে হবে, আটকে গেলে আমার বা অন্য কারো হেল্প নিতে হবে এবং অন্যান্য পরামর্শগুলো অনুসরণ করতে হবে।
যদি এভাবে শ্রম দেয়ার জন্য শতভাগ প্রস্তুত না থাকেন, দয়া করে আমার কোন কোর্সে ভুলেও এনরোল করবেন না। আমি চাই না আপনি ক্ষতিগ্রস্ত হোন এবং আমি সেটার কারণ হই।
শেষের কবিতা কথা
প্রজেক্টটি আগ বাড়ার সাথে সাথে হয়তো লেখাটি অনেক বড় হবে। তবে আপাতত যথেষ্ট কথা হয়েছে বলে মনে হচ্ছে।
দয়া করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন। বর্তমানের সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের জীবন সহজ ও সুন্দর করে দেয়। কামনা করি আপনি ইংরেজিতে সর্বোচ্চ দক্ষতা অর্জন করুন এবং ভাষার ভেলায় চড়ে জ্ঞানের বিশ্ব জয় করুন।